জন্মদিনে বিরাট কোহলিকে বিশেষ ব্যাট উপহার সিএবির

জন্মদিনে বিরাট কোহলিকে বিশেষ ব্যাট উপহার সিএবির
কলকাতা: আজ, রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) দুই সেরা। একদিকে যেখানে ভারতীয় দল এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে সাতটিতেই জয় পেয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিস্ময়কর পরাজয় বাদে বাকি সকলকেই হারিয়েছে। তাই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটের নন্দন কানন।

ঘটনাক্রমে, আজ আবার ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনও বটে। ৩৫-এ পা দিয়েছেন ‘কিং কোহলি’। এই উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket association of Bengal) তরফে কোহলিকে বিশেষ উপহার দেওয়া হচ্ছে। বাংলার ক্রিকেট বোর্ড কোহলিকে সোনার ব্যাট উপহার দিতে চলেছে। বিরাটকে সিএবির তরফে উপহার দেওয়া ব্যাটে লেখা, ‘আপনি প্রমাণ করে দিয়েছেন যে বয়স একটা সংখ্যা মাত্র এবং আপনি কঠোর পরিশ্রম, দায়বদ্ধতার এক জলজ্যান্ত উদাহরণ।’

সিএবির তরফে শুরু থেকে বিরাট কোহলির এই জন্মদিন স্মরণীয় করে রাখার জন্য না না ভাবনাচিন্তা করা হচ্ছিল। একসময় সিএবি ভেবেছিল আজ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে আসা সকল দর্শককে কোহলির মুখোশ দেওয়া হবে, যাতে তাঁরা কোহলির মুখোশ পরে গ্যালারিতে বসেন। তবে আইসিসির তরফে বাংলার ক্রিকেট বোর্ডকে এর অনুমতি দেওয়া হয়নি। তারপরেই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় চমক দিতে এই সোনার ব্যাট বিরাটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যাচের আগেই বিরাটের হাতে স্নেহাশিসই এই ব্যাট তুলে দেবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিরাটের জন্মদিনে সিএবির তরফে এক ত্রিস্তরীয় কেকও বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়েছে। অনুমতি পেলে মাঠেই সেই কেক কাটা হতে পারে, নতুবা সেই কেক পাঠিয়ে দেওয়া হবে ভারতীয় দলের সাজঘরে। অবশ্য শুধু সিএবি নয়, বিরাট অনুরাগীদের তরফেও তাঁদর প্রিয় ক্রিকেটারের জন্মদিনে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। রেড রোড থেকে ইডেন পর্যন্ত বিরাটের কাট আউটে দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে।

কাট আউটগুলিতে কোহলির কেরিয়ারের ৪৮টি শতরান ধরে রাখা হয়েছে। প্রসঙ্গত, নিজের জন্মদিনে বিরাট শতরান হাঁকালেই কিন্তু তিনি নতুন ইতিহাস গড়ে ফেলবেন। কোহলির দখলে বর্তমানে ৪৮টি ওয়ান ডে শতরান রয়েছে। তিনি আজ শতরান হাঁকালেই সচিন তেন্ডুলকরের সর্বকালীন সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাবেন। তাই সব মিলিয়ে আজকের দিনটা যে কোহলির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে, তা বলাই বাহুল্য।

(Feed Source: abplive.com)