হাঁটুর চোট সারিয়ে ফিট, ইডেনে বাংলার বিরুদ্ধেই ২২ গজে ফেরার পথে মুম্বইয়ের তারকা ব্যাটার

হাঁটুর চোট সারিয়ে ফিট, ইডেনে বাংলার বিরুদ্ধেই ২২ গজে ফেরার পথে মুম্বইয়ের তারকা ব্যাটার

কলকাতা: লাল বলের ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের মাঝ জুলাইয়ে। দলীপ ট্রফির ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর কাউন্টি ক্রিকেটে কয়েকটা ম্যাচ খেলেন। কিন্তু ফিটনেস সমস্যা আর চোটের জন্য ক্রিকেট মাঠের বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়েছে পৃথ্বী শকে (Prithvi Shaw)।

অবশেষে বাইশ গজে ফিরছেন তিনি। এবং ফিরছেন বাংলা শিবিরের উদ্বেগ বাড়িয়ে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। রঞ্জি ট্রফির নক আউটের দৌড়ে দুই দলের কাছেই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম তিন ম্যাচে সরাসরি জেতা মুম্বই আগের ম্যাচে উত্তর প্রদেশের কাছে হেরে আচমকা চাপে। অন্যদিকে বাংলা শিবির প্রথম তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর আগের ম্যাচে অসমের বিরুদ্ধে বোনাস পয়েন্ট সহ জিতেছে। এবং ঢুকে পড়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে।

আর এই পরিস্থিতিতে শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে মুখোমুখি বাংলা ও মুম্বই। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-তে বাংলার সবচেয়ে কঠিন পরীক্ষা। আর সেই ম্যাচের জন্য মুম্বই দলে অন্তর্ভুক্ত হলেন পৃথ্বী। সব কিছু ঠিকঠাক চললে ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পৃথ্বী।

সূত্রের খবর, চোট সমস্যায় জর্জরিত পৃথ্বী বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং ও রিহ্যাব করছিলেন। সেখান থেকে তাঁকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পরাবেন ডানহাতি ব্যাটার। তারপরই তাঁকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় মুম্বই ক্রিকেট সংস্থা।

কী হয়েছিল পৃথ্বীর? গত অগাস্ট মাসে তাঁর হাঁটুর লিগামেন্টে চোট লেগেছিল। তারপর থেকেই মাঠের বাইরে পৃথ্বী। যাঁকে একটা সময় জাতীয় দলের অন্যতম সেরা সম্ভাবনাময় ক্রিকেটার মনে করা হচ্ছিল।

জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই ক্রিকেট খেলেছেন পৃথ্বী। ভারতীয় দলের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। টেস্টে একটি সেঞ্চুরি ও জোড়া হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। তবে বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে। জাতীয় দলে ফেরার রাস্তা তৈরি করতে রঞ্জিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন ২৪ বছরের ক্রিকেটার।

আর সব মিলিয়ে ইডেন গার্ডেন্সে বাংলার বোলারদের পরীক্ষা আরও কঠিন হবে।

(Feed Source: abplive.com)