WATCH | Sunil Gavaskar Dance: সুযোগ পেলেই ধুয়ে দেন বিরাট-রোহিতদের! তাঁদের সাফল্যেই শিশুর মতো নাচলেন সানি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল মনোহর গাভাসকর (Sunil Gavaskar), ক্রিকেটে তাঁর নামটাই যথেষ্ট! ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক, প্রকৃত অর্থেই ভারতীয় ক্রিকেটের বিরাট বড় ভক্ত। এই প্রজন্মের ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিতে যেমন তিনি দু’বার ভাবেন না, তেমনই আবার ভুল করলে, তাঁদের ধুয়ে দেন। এটাই সানি জি, কাউকে রেয়াত করেন না, অসম্ভব আবেগি এক মানুষ। ৭৫ বছরের মুম্বইকর প্রাণশক্তিতে ভরপুর, খেলা ছাড়ার পর লেখালিখিতে আর ক্রিকেট নিয়ে লাইভ বিশ্লেষণেই নিজেকে জুড়ে রেখেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে…