পহেলগাঁও হামলাকারীর শেষকৃত্য ঘিরে উত্তেজনা অধিকৃত কাশ্মীরে, লস্কর নেতাকে ঢুকতে দিল না পরিবার
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, সেই আবহেই পাক অধিকৃত কাশ্মীরে হামলাকারী এক জঙ্গির শেষকৃত্য অনুষ্ঠিত হল। সেনার সঙ্গে সংঘর্ষে সম্প্রতি উপত্যকায় মারা যায় হাবিব তাহির নামের ওই জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরের গ্রামের বাসিন্দা ছিল সে। সেখানে গ্রামবাসীদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হল। এতে পহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকা আরও স্পষ্ট বোঝা গেল বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। (Pahalgam Attack) পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে যখন…










