সংস্কৃত-শিক্ষা শুরু হল পাকিস্তানে, দেশভাগের পর এই প্রথম, আগামী দিনে ‘গীতা’, ‘মহাভারত’ পড়ানোর ভ
নয়াদিল্লি: পাকিস্তানে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হল সংস্কৃত ভাষা। দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের শিক্ষাব্য়বস্থায় এত বড় পরিবর্তন এল। লাহৌর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস (LUMS) এই কাজে উদ্যোগী হয়েছে। শুধু তাই নয়, শীঘ্রই ‘গীতা’ এবং ‘মহাভারত’ নিয়ে পড়াশোনার সুযোগও মিলতে পারে সেখানে। পড়ুয়া এবং শিক্ষাবিদদের সুপারিশেই সংস্কৃত, ‘গীতা’ এবং ‘মহাভারত’কে পাঠ্য়ক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। (Sanskrit in Pakistan) ১৯৪৭ সালে দেশভাগে পর এই প্রথম লাহৌর ইউনিভার্সিটিতে সংস্কৃত পড়ানো শুরু হল। প্রথমে তিন মাসের কোর্স হিসেবেই সংস্কৃত-শিক্ষা চালু করা হয়েছিল। শুধুমাত্র সপ্তাহান্তেই…










