‘গ্রেটার আফগানিস্তানে’র অংশ বালুচিস্তানও! নয়া মানচিত্র প্রকাশ করল তালিবান সরকার, ফের সংঘাত?
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই দেশের নতুন প্রতীকী মানচিত্র প্রকাশ করল আফগানিস্তানের তালিবান সরকার। পশতু কবি, মতিউল্লাহ্ তুরাবের সমাধির উপর স্থাপন করা হয়েছে মতুন বৃহত্তর আফগানিস্তান, বা ‘গ্রেটার আফগানিস্তানে’র মানচিত্রটি। ওই মানচিত্র অনুযায়ী, পাকিস্তানের বেশ কিছু অঞ্চলকে আফগানিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে, সেই তালিকায় রয়েছে খাইবার পাখতুনখোয়ার বিস্তীর্ণ এলাকা এবং উত্তর বালুচিস্তান। (Greater Afghanistan Map) আফগানিস্তানের Aamaj News ‘গ্রেটার আফগানিস্তানে’র ওই ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে। তাতে লেখা হয়, ‘পশতু কবি মতিউল্লাহ্ তুরাবের সমাধির উপর ‘গ্রেটার আফগানিস্তানে’র মানচিত্র স্থাপন…







