‘ভারত ও পাকিস্তানের সংঘাতের ফায়দা তুলেছে চিন, সুযোগকে কাজে লাগিয়ে…’, বলছে আমেরিকার রিপোর্ট
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধপরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়েছে চিন। নিজের প্রতিরক্ষা সরঞ্জাম পরীক্ষা করার পাশাপাশি, তা নিয়ে জোর প্রচার চালিয়েছে তারা। বার্ষিক রিপোর্টে এমনটাই জানাল আমেরিকার দ্বিদলীয় কমিশন। (India-Pakistan Conflict) মঙ্গলবার US-China Economic and Security Review Commission-এর তরফে ওই রিপোর্টটি প্রকাশ করেছে আমরিকার ওই দ্বিদলীয় কমিশন। রিপোর্টে বলা হয়েছে, ভারতও পাকিস্তানের মধ্য়ে চারদিনের সংঘাত পর্বে নিজেদের উদ্দেশ্যসাধনে ব্যবহার করেছে চিন। নিজেদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পরীক্ষা করেছে তারা, তা নিয়ে প্রচারও করেছে। ভারতের সঙ্গে তাদের সীমান্ত সংঘাত এবং প্রতিরক্ষা শিল্পে…



)






