Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
স্লিপার সেল গড়ে তুলছিলেন ভারতে, ইনফ্লুয়েন্সারদের ফাঁদে ফেলেন তিনিই, ISI এজেন্ট ‘Madam N’ কে?
স্লিপার সেল গড়ে তুলছিলেন ভারতে, ইনফ্লুয়েন্সারদের ফাঁদে ফেলেন তিনিই, ISI এজেন্ট ‘Madam N’ কে?

নয়াদিল্লি: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে পর পর গ্রেফতারি। ইনফ্লুয়েন্সার থেকে সাধারণ পেশার মানুষ, পুলিশের জালে ধরা পড়েছেন অনেকেই। ভারতের ক্ষতিসাধনে কতদূর এগিয়েছিল পাকিস্তান, তা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য় সামনে এল। ট্র্যাভেল এজেন্সির নামে ভারতে ‘স্লিপার সেল’ গড়ে তোলায় পাকিস্তান নিবাসী এক মহিলার নাম সামনে এল। পাক গুপ্তচরদের মধ্যে তিনি ‘Madam N’ নামে পরিচিত। (Noshaba Shehzad) কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই চলছে ব্যাপক ধরপাকড়। ইনফ্লুয়েন্সার থেকে সাধারণ…

Read More