Pakistan Nuclear Bomb: ভারতকে শুধু চাপে রাখা নয়, পাক পরমাণু বোমা তৈরির পেছনে ছিল আরও ভয়ংকর পরিকল্পনা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরমাণু বোমা তৈরি করে পকিস্তান মহা খুশি হয়েছিল। কারণ এতে ভরত চাপে থাকবে। এটাই সাধারণভাবে আমাদের মাথায় ভাবনা আসতে পারে। কিন্তু এক প্রাক্তন সিআইএ গোয়েন্দা বললেন একেবারে অন্য কথা। তাঁর বক্তব্য, পাকিস্তানের ওই বোমা হল ‘ইসলামি বোমা’। পকিস্তানের পরিকল্পনা ছিল ওই বোমা আরও অনেক ইসলামি রাষ্ট্রকে দেওয়া। এমনকি সেই তালিকায় ছিল ইরানও। এমনটাই দাবি প্রাক্তন সিআইএ অফিসার রিচার্ড বারলোর। ১৯৮০ সাল ও পরবর্তী সময়ে পাকিস্তান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে তার জন্য…

)