পায়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি, সিন্ধুর জল পেতে ভারতকে চার-চারটি চিঠি পাকিস্তানের !
Indus Water Treaty : জল নিয়ে ঘরেই শুরু হয়েছে গৃহযুদ্ধ ! পাকিস্তানে জলের অভাব দেখা দিতেই নেতা-মন্ত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে পাকিস্তানিরা। পরিস্থিতি সামলাতে নাজেহাল অবস্থা হয়েছে শাহবাজ শরিফ সরকারের। ভাইরাল সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেগতিক দেখে এবার ভারতের পায়ে পড়ার মতো পরিস্থিতি হয়েছে পাকিস্তানের। কী কারণে এই পরিস্থিতি হয়েছে পাকিস্তানেরকথায় আছে, স্বভাব অভাব তৈরি করে। পাকিস্তানের টানা ভারত-বিদ্বেষী হামলা এবার জলের অভাব তৈরি করেছে প্রতিবেশী দেশে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই জল সংকটের…








