নয়াদিল্লি: পাকিস্তানের করুণ অবস্থা৷ কাজ নেই, পরিষেবা নেই, বিদ্যুৎ, জল সংযোগের ব্যবস্থা ভেঙে পড়েছে, সব মিলিয়ে নরককাণ্ড অবস্থা৷ আর তাতেই মারাত্মক মুশকিলে পড়েছেন সে দেশের তরুণরা৷ সেই কারণেই তাঁরা নাকি দেশ ছাড়ছেন৷ সেই কারণেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমে আরও সঙ্গীন হচ্ছে৷
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের হাজার বাজার তরুণ দেশ ছাড়ছেন৷ তাঁরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছেন পেচের ভাত জোগাড়ের আশায়৷ শোনা যাচ্ছে গত বছর থেকে আট লাখের বেশি তরুণ চাকরির সন্ধানে দেশ ছেড়েছে৷ সেই সংখ্যা ক্রমে বাড়ছে৷
তবে অনেকের সমস্যা হচ্ছে, কারণ তাঁরা ভিসা পাচ্ছেন না৷ পাকিস্তানের মতো দেশের বাসিন্দা হিসাবে বিদেশে কোথাও ভিসা পাওয়া ক্রমে সমস্যার হয়ে দাঁড়াচ্ছে৷
এমনিতে পাকিস্তানে অর্থনৈতিক সংকট চলছিলই৷ তার পর বন্যা হয়েছে৷ এ ছাড়াও রাজনৈতিক অস্থিরতা চলছেই৷ মুদ্রাস্ফীতি বেড়েছে৷ ক্রমাগত নানারকম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ থেকে ক্রমাগত ঋণের চেষ্টা করেও বিশেষ কিছু সুবিধা করতে পারেনি পাকিস্তান৷ যা পাওয়া গিয়েছে, তা দিয়ে ঋণ শোধ করার পরিকল্পনা করা হয়েছে৷
পাকিস্তানের প্রসাসনের তরফ থেকে ইতিমধ্যে তরুণদের দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ তাঁরা বলছেন, বিশেষ প্রকল্প তৈরি করে এ ভাবে যুবকদের দেশ ছাড়া আটকাতে চেষ্টা করবে সে দেশের প্রশাসন, এমনই বলা হচ্ছে৷