হঠাৎ হাজির প্রেমিকের স্ত্রী, ১০ তলার ব্য়ালকনি ধরে ঝুলে পড়লেন তরুণী, তার পর… ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: বহুতল বিল্ডিংয়ের ১০ তলার ব্যালকনি থেকে ঝুলছেন তরুণী। হাত ছাড়ার উপক্রম হলে প্রাণ বাজি রেখে ঝুলে পড়লেন সানশেড ধরে। তার পর কখনও জানলার গ্রিল ধরে, কখনও আবার পাইপ বেয়ে কোনও রকমে নিরাপদ স্থানে পৌঁছলেন। রুদ্ধশ্বাসে সেই দৃশ্য দেখলেন প্রতিবেশীরা। ফোনের ক্যামেরায় গোটা দৃশ্য ক্যামেরাবন্দিও করলেন একজন, যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video) চিনের গুয়াংদং থেকে এই ঘটনা সামনে এসেছে। চিনা সোশ্য়াল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। জানা গিয়েছে, ওই তরুণী প্রেমিকের সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছিলেন।…










