কান ফুঁড়ে বেরনোর ঠিক আগের মুহূর্ত, ট্রাম্পের মাথার পিছন দিয়ে ছুটছে গুলি, ধরা পড়ল ক্যামেরায়
ওয়াশিংটন: নির্বাচনী প্রচার চলাকালীনই চলল গুলি পর পর। প্রাণে বেঁচে গেলেও, জখম হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তড়িঘড়ি মাথা হেলানোতেই ট্রাম্প রক্ষা পেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের। সিক্রেট সার্ভিস অফিসাররা ট্রাম্পকে তড়িঘড়ি ট্রাম্পকে বের করে নিয়ে যান ওই সভা থেকে। এই ঘটনায় সভাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহেই একটি ছবি সামনে এসেছে, যাতে ট্রাম্পকে বেঁধার আগের মুহূর্তে দুরন্ত গতিতে ধাবমান গুলিটিকে দেখা গিয়েছে। (Donald Trump Assassination Attempt) পেনসিলভ্যানিয়ার জনসভায় ভাষণ দেওয়ার সময়ই ট্রাম্পের উপর হামলা…