ভেনিজুয়েলায় কি নতুন করে নির্বাচন হবে? তৈলভাণ্ডার কাদের হাতে থাকবে? পরিকল্পনা জানালেন ট্রাম্প
নয়াদিল্লি: গভীর রাতে বোমাবর্ষণ, প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে বন্দি করে নিয়ে গেলেও, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে যেতে আগ্রহী নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত সেখানে নতুন করে নির্বাচন করানোও লক্ষ্য নয় তাঁর। তাহলে ভেনিজুয়েলা নিয়ে এখন করবেন কী তিনি? ভেনিজুয়েলায় স্থিতাবস্থা ফেরানোর থেকে পরিকাঠামোর উন্নয়ন ঘটনার কথা জানিয়েছেন যেমন, দেশের তৈলভাণ্ডার নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন। (US Attacks Venezuela) NBC-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে ভেনিজুয়েলায় নির্বাচন করানোর ভাবনা অবাস্তব। তাঁর বক্তব্য, “প্রথমে দেশটিকে ঠিক করতে হবে।…




