বিমান ভেঙে পড়েনি, হামলা চালিয়ে নামানো হয়েছে? কাজাখস্তানের দুর্ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি আ
নয়াদিল্লি: যাত্রীসমেত বিমান ভেঙে পড়ে, নাকি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটিকে নামানো হয়, গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। সেই আবহেই মুখ খুলল আজেরবাইজান এয়ারলাইন্স। কাজাখস্তানে ভেঙে পড়ায় ‘বহিরাগত হস্তক্ষেপ’ রয়েছে বলে দাবি করল তারা। আজেরবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, বাইরে থেকে বাস্তবিক এবং প্রযুক্তিগত হস্তক্ষেপের দরুণই বিমানটি ভেঙে পড়ে। (Kazakhstan Plane Crash) বড়দিনের সকালে বাকু থেকে রাশিয়ার গ্রোজনি অভিমুখী যাত্রীবাহী আজেরবাইজান এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়ে কাজাখস্তানে। বিমানে সওয়ার ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জন মারা যান ওই দুর্ঘটনায়। প্রতিকূল আবহাওয়া এবং যান্ত্রিক…