ভারতীয়দের ভাড়া করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ রাশিয়ার? চিঠি গেল বিদেশমন্ত্রকের কাছে
নয়াদিল্লি: নয় নয় করে দু’বছর হতে চলল। এখনও রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ চলছে। এর আগে যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের নাম উঠে এসেছে। এবার যুদ্ধে রাশিয়ার হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে যোগদানকারী তিন ভারতীয়কে নিয়ে আলোচনা শুরু হল। যুদ্ধে হেল্পারের কাজের প্রলোভন দেখিয়ে ওই তিন ভারতীয়কে এক এজেন্ট রাশিয়া নিয়ে যান বলে অভিযোগ। কিন্তু বর্তমানে তাঁরা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন বলে জানা গিয়েছে। নির্দিষ্ট করে ওই তিন জনের কথা উঠে এলেও, আরও ভারতীয় যুদ্ধে যোগদান করে থাকতে পারেন…