‘ভারতের কাছে সংঘর্ষবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছিল পাকিস্তান’, স্বীকার পাক উপ-প্রধানমন্ত্রীরই
নয়াদিল্লি : ভারতের প্রত্যাঘাতে আতঙ্কিত হয়েই সংঘর্ষবিরতিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এবার একথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত অপারেশ সিঁদুর চালায় এবং তারই অংশ হিসাবে পাকিস্তানের ২টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত করা হয়। যার পরেই পাকিস্তান সংঘর্ষবিরতির অনুরোধ জানায় বলে মন্তব্য করেন মন্ত্রী। একটি টিভি নিউজে উপস্থিত হয়ে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার বলেন, “রাউলপিণ্ডির নূর খান বায়ুসেনা ঘাঁটি ও পাঞ্জাব প্রদেশের শরকৎ বায়ুসেনা ঘাঁটিতে (PAF ঘাঁটি রফিকি নামেও পরিচিত) আঘাত করে ভারত। সেই…








