Shubman Gill: অবিশ্বাস্য! ‘অলৌকিক’! গিল ভাঙবেন ডনের রেকর্ডও? ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম…

Shubman Gill: অবিশ্বাস্য! ‘অলৌকিক’! গিল ভাঙবেন ডনের রেকর্ডও? ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে, এরকম ৮২টি ঘটনা ঘটেছে, যেখানে কোনও ব্যাটার একক সিরিজে ৬০০ বা তার বেশি রান করেছেন। আর সেই এলিট তালিকায় রয়েছেন ‘স্যর ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান’ (Sir Donald George Bradman)। তিনি ক্রিকেট গ্রহের একমাত্র বাসিন্দা যিনি এই মাইলস্টোন এক বা দু’বার নয়, ছ’বার তৈরি করেছেন। ১৯৩০ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডে তিনি ৯৭৪ রানের পাহাড় গড়েছিলেন একাই। এমন রেকর্ড আজ পর্যন্ত আর কেউ করতে পারেননি।

ভারতের কথা বললে একটি নামই আসবে। তিনি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে অভিষেক সিরিজে ৭৭৪ রান করেছিলেন। সেই রেকর্ড কোনও ভারতীয়ই ভাঙতে পারেননি! তবে এবার একাধিক ঐতিহাসিক রেকর্ড ভাঙার ব্যাটন শুভমন গিলের (Shubman Gill) হাতে! ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক কি ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার অবিশ্বাস্য কিছু করতে চলেছেন?

ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ডে গিয়ে ভারত প্রথম টেস্ট খেলেছিল ৯৩ বছর আগে। স্বাধীনতার দেড় দশক আগে। ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় ব্যাটারদের রান করা ঠিক কত’টা কঠিন কাজ ছিল, একটি পরিমাপই সব বলে দেবে। ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজে মাত্র একজন ব্যাটারই ৬০০ রান অতিক্রম করতে পেরেছেন। ২০০২ সালে স্রেফ ছয় ইনিংসে রাহুল দ্রাবিড় এই রেকর্ড করেছিলেন। ২০১৮ সালে বিরাট কোহলি পাঁচটি টেস্টে ৫৯৩ রান করে দ্রাবিড়ের কাছাকাছি চলে আসেন ঠিকই। তবে দ্রাবিড়কে ছাপিয়ে যেতে পারেননি!

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজের স্রেফ চার ইনিংসে শুভমন সেই রেকর্ড ভাঙার দুয়ারে। এখনও পর্যন্ত তিনি ১৪৭, ৮, ২৬৯ এবং ১৬১ রান করেছেন। টেস্ট ক্রিকেটে শুভমনের অভিজ্ঞতা মাত্র ৫ বছরের। ২০২০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সফর শুরু হয়েছিল। এই মুহূর্তে
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টেস্টে (মাঝামাঝি পর্যায়), শুভমনের ব্যাটিং দেখে মনে হচ্ছে, তিনি যেন লাল বলের ক্রিকেটে সর্বকালের সেরাদেরই একজন। শুভমনের ধৈর্য এবং দক্ষতার সঙ্গে ব্যাটিং মোহিত করেছে বাইশগজকে। ভারত-ইংল্যান্ডের মধ্যে হওয়া আগের সিরিজটি ছিল যশস্বী জয়সওয়ালের। পাঁচ টেস্টে তিনি ৭১২ রান করেছিলেন। তবে এটি দ্রুত শুভমন শোয়ে পরিণত হয়েছে।

ইংল্যান্ডে কেবল ভারতীয় রেকর্ডই ভাঙার মুখে নয়। গাভাসকরের ৭৭৪ রানের রেকর্ডও এখন শুভমনের হাতের নাগালে। আর যদি লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং দ্য ওভালের পিচগুলো, এজবাস্টনের মতোই ব্যাটিং-বান্ধব হয়ে ওঠে, তাহলে ব্র্যাডম্যানের রেকর্ডও হয়তো নিরাপদ নাও হতে পারে। এমনকী ব্র্যাডম্যানও একটি টেস্ট সিরিজে ৫টি সেঞ্চুরি করেননি। তিনি তিনবার এক সিরিজে চারটি সেঞ্চুরি করেছিলেন।  কিংবদন্তি ক্লাইড ওয়ালকট, ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ে ১০ ইনিংসে ৫ সেঞ্চুরি ও ৮২৭ রান করেছিলেন। ৭০ বছরে, অনেক ব্যাটিং কিংবদন্তি যার কাছাকাছি গিয়েও যেতে পারেননি।

এই সফর শুরুর আগে, গিলের দলে জায়গা পাওয়ার যোগ্য কিনা তা নিয়েও সমালোচনা হয়েছিল। তখন তাঁর গড় ছিল ৩৫, এবং উপমহাদেশের বাইরে কোনও সেঞ্চুরিও ছিল না। এখন ইংল্যান্ডে শুভমনের শতরান সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই এবং সচিন তেন্ডুলকর এবং দিলীপ বেঙ্গসরকারের চেয়ে মাত্র এক সেঞ্চুরি পিছিয়ে শুভমন। কেবল দ্রাবিড়ই (ছ’টি সেঞ্চুরি) আপাতত শুভমনের ধরাছোঁয়ার বাইরে।

এখনও পর্যন্ত শুভমন ইংল্যান্ডে যা যা করলেন: 

ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট স্কোরের রেকর্ড করেছেন শুভমন। SENA দেশগুলিতে দ্বিশতরান করা প্রথম এশিয়ান অধিনায়কও হয়েছেন তিনি। ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়কও তিনি। 

১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শুভমনই প্রথম ব্যাটার যিনি ২০০ এবং ১৫০ রান করেছেন। এজবাস্টনে চতুর্থ দিনের শেষ সেশনে শুভমন তাঁর ১৫০ রান পূর্ণ করেন। শোয়েব বশিরের একটি বল অন সাইডে ঘোরাতে গিয়ে ১৬১ রানে আউট হন তিনি।

বিগত ৮৭ বছরের শুভমন প্রথম ভারতীয় হিসেবে এক টেস্টে ৪০০-র বেশি রান করেছেন! এজবাস্টন টেস্টে গিল ৪৩০ রান করেছেন। এটি সামগ্রিক ভাবে  ব্যাটারদের বিচারে দ্বিতীয়। ১৯৯০ সালে ভারতের বিরুদ্ধে গ্রাহাম গুচের ৪৫৬ রানের বিশ্ব রেকর্ড থেকে মাত্র ২৬ রান দূরে শুভমন। তিনি মার্ক টেলর, কুমার সঙ্গাকারা এবং ব্রায়ান লারাকে ছাড়িয়ে গিয়েছেন।

ভারতীয় হিসেবে এক টেস্টে সর্বাধিক রান করার রেকর্ডও এখন শুভমনের। সুনীল গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ডও ভেঙে ফেলেছেন তিনি। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের চতুর্থ টেস্ট ম্যাচেই গাভাসকর ৩৪৪ রান করেছিলেন। 

২০০১ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে ৩৪০ রান করে তালিকার তৃতীয় স্থানে ভিভিএস লক্ষ্মণ, তারপরে সৌরভ (২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৩০ রান) এবং বীরেন্দ্র শেহওয়াগ (২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৯ রান) রয়েছেন।

টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক: সুনীল গাভাসকর (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় ১৯৭৮ সালে), বিরাট কোহলি (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ২০১৪ সালে) ও শুভমন (এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৫ সালে)

বিরাট কোহলির পর গিল দ্বিতীয় ভারতীয় যিনি অধিনায়ক হিসেবে তাঁর প্রথম দু’টি টেস্টে তিন শতরান করলেন। আরও সাত খেলোয়াড় দু’টি করে সেঞ্চুরি করেছেন। তাঁরা হলেন- বিজয় হাজারে, জ্যাকি ম্যাকগ্লু, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাসকর, অ্যালিস্টার কুক, স্টিভ স্মিথ এবং ধনঞ্জয় ডি সিলভা

(Feed Source: zeenews.com)