বিধ্বংসী বোলিং হেনিল পটেলের, যুক্তরাষ্ট্রকে হারিয়ে যুব বিশ্বকাপে অভিযান শুরু ভারতের
বুলাওয়া: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) জয় দিয়ে অভিযান শুরু করল ভারত (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল আয়ুশ মাথরের দল। বল হাতে ভারতের সবচেয়ে সফল বোলার হেনিল পটেল। সে একাই ৫ উইকেট ঝুলিতে পুরে ম্যাচের রাশ ভারতের দখলে নিয়ে আসে। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বৈভব সূর্যবংশীর উইকেট হারায় ভারত। রান পাননি আয়ুশও। কিন্তু ফের বৃষ্টি তাল কাটে ম্য়াচে। এরপর খেলা…

