বিধ্বংসী বোলিং হেনিল পটেলের, যুক্তরাষ্ট্রকে হারিয়ে যুব বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

বিধ্বংসী বোলিং হেনিল পটেলের, যুক্তরাষ্ট্রকে হারিয়ে যুব বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

বুলাওয়া: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) জয় দিয়ে অভিযান শুরু করল ভারত (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল আয়ুশ মাথরের দল। বল হাতে ভারতের সবচেয়ে সফল বোলার হেনিল পটেল। সে একাই ৫ উইকেট ঝুলিতে পুরে ম্যাচের রাশ ভারতের দখলে নিয়ে আসে। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বৈভব সূর্যবংশীর উইকেট হারায় ভারত। রান পাননি আয়ুশও। কিন্তু ফের বৃষ্টি তাল কাটে ম্য়াচে। এরপর খেলা শুরু হলে ডি এল এস মেথডে ৯৬ রানের লক্ষ্যমাত্রা ছিল ভারতের সামনে। যা তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ম্য়াচের সেরাও হয়েছেন হেনিলই।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক আয়ুশ মাথরে। বল হাতে অধিনায়কের আস্থার মর্যাদা রাখে দলের বোলিং ব্রিগেড। দীপেশ দেভেন্দ্রন ও হেনিল পটেল দুজনেই দারুণ বোলিং করেছিলেন। নিজের ৬ আওভারের স্পেলে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট নেয় দীপেশ। অন্যদিকে এদিনের স্টার বোলার হেনিল। নিজের ৭ ওভারের স্পেলে মাত্র ১৬ রান খরচ করে একাই ৫ উইকেট তুলে নেয় সে। তার বোলিংয়ের সুবাদেই মূলত যুক্তরাষ্ট্রের ইনিংস ১০৭ রানের বেশি এগোতে পারেনি।

অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল ভারতের সামনে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় শিবির। বৈভবকে ফিরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের পেসার। বোল্ড হয়ে যায় বিস্ময় কিশোর। যুব বিশ্বকাপে নিজের শুরুটা একদমই ভাল করতে পারল না বৈভব। শুধু সে একাই নয়। আয়ুশ মাথরেও ক্রিজে সেট হয়ে ভুল শত খেলে আউট হল। সে মাত্র ১৯ রান করে আউট হয়ে যায়। এরপর অবশ্য অভিজ্ঞান কুণ্ডু ও কণিষ্ক চৌহান জুটি দলের জয় নিশ্চিত করে দেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিলেও দলের ব্যাটিং অর্ডারে টপ অর্ডারের ব্যর্থতা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই হাল হলে বড় বড় দলের বিরুদ্ধে নিঃসন্দেহে চাপ বাড়বে

(Feed Source: abplive.com)