জীবন দিয়েছিলেন, অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সেই স্মিথই অন্ধকার নামালেন ভারতীয় শিবিরে
ব্রিসবেন: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেকের তখনও ঘুম ভাঙেনি (India vs Australia)। ভারতীয় সময় ভোর ৫.২০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার পর দিনের প্রথম ওভারে বল করতে এলেন প্যাট কামিন্স। আর অস্ট্রেলিয়ার অধিনায়কের প্রথম বলেই স্লিপে খোঁচা কে এল রাহুলের। সোজা ও লোপ্পা ক্যাচ গেল দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। কে এল রাহুল (KL Rahul), তিনি নিজেও কি চোখ বন্ধ করে ফেলেছিলেন? কেউ ভাবতেও পারেননি যে, সহজ ক্যাচ ফেলে দেবেন স্মিথ। যিনি বিশ্বস্ত ফিল্ডার। দুরন্ত সব ক্যাচ নেন। অথচ রাহুলকে জীবনদান করলেন।…