পারথ: রোহিত শর্মা নেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছে দল। এমন পরিস্থিতিতে অধিনায়ক যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধে গুরুদায়িত্ব ছিল। বুমরা পারথে সেই দায়িত্ব যে একেবারে দুরন্তভাবে পালন করলেন, তা কিন্তু বলাই বাহুল্য। অধিনায়কত্বের পাশাপাশি আগুনে বোলিংয়ে ছারখার করে দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং। শুধু তাই নয়, কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগও বসালেন।
পারথে নিজের টেস্ট কেরিয়ারে ১১তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন বুমরা। SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলিতে এই নিয়ে সপ্তমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন বুমরা। ভারতীয় হিসাবে এটা কপিল দেবের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক। পারথে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অধিনায়ক ১৮ ওভার হাত ঘোরান। মাত্র ১.৬৭ রান প্রতি ওভারে ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিনি। এটি অধিনায়ক হিসাবেও তাঁর প্রথম পাঁচ উইকেট। মাত্র পঞ্চম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব নিজের নামে করলেন বুমরা।
ঐতিহাসিকভাবে সেনা দেশুগুলিতে ভারতীয় দলের রেকর্ড একেবারেই আহামরি ছিল না। তবে সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়া সেই রেকর্ড অনেকটাই উন্নত হয়েছে। তার অন্যতম বড় কারণ হল বল হাতে বুমরার পারফরম্যান্স। তারকা ফাস্ট বোলার সেনা দেশগুলিতে ২৭ ম্যাচে ২২.৫৫ গড়ে ১১৮টি উইকেট নিয়ে ফেলেছেন বুমরা।
বুমরার আগুন বোলিংয়ের সুবাদেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায়। ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এটি অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বনিম্ন স্কোর। অজ়িদের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন। তবে ৭৯ রানে ন্যাথান লায়নের উইকেটে পড়ার পর একসময় মনে হচ্ছিল অজ়িরা এই শতকে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাবে। সেখান থেকে অবশ্য় মিচেল স্টার্ক ব্যাট হাতে বেশ খানিকটা লড়াই করেন। জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে দশম উইকেটেই অজ়ি ইনিংসের সর্বাধিক ২৫ রানের পার্টনারশিপ গড়েন। শতাধিক বল খেলে স্টার্ক সর্বাধিক ২৬ রানও করেন। এবার দেখার ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে কত রান তুলতে পারে।
(Feed Source: abplive.com)