VIRAL VIDEO | Virat Kohli: এবার প্রধানমন্ত্রীকেও ছাড়লেন না বিরাট! সংসদে দাঁড়িয়ে মুখের উপর দিলেন পাল্টা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪৯২ দিনের প্রতীক্ষার পর বিরাট কোহলি (VIRAL VIDEO) টেস্ট শতরান পেয়েছেন পারথে। রাজা রাজত্বে ফিরেছেন অস্ট্রেলিয়ায়। পারথে প্রথম ইনিংসে মাত্র ৫ রানে ফিরতে হয়েছিল বিরাটকে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ঝকঝকে ১০০ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে তাঁর ৭ নম্বর সেঞ্চুরি করা হয়ে গেল। কোহলিকে এবার তাঁর সেঞ্চুরি নিয়ে খোঁচা দিয়েছিলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজি (Anthony Albanese)। কিন্তু বিরাট যে বিরাটই, তিনি মুখের উপর পাল্টা দিতে দু’বার ভাবলেন না। November 28, 2024 পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক…