বিয়ে করলেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠান হল সরকারি বাসভবনেই, অস্ট্রেলিয়ায় এই প্রথম
নয়াদিল্লি: দেশের প্রথম ‘ডিভোর্সি’ প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রধানমন্ত্রী পদে আসীন থাকাকালীন বিয়ের পিঁড়িতে বসার নজির এবার স্থাপন করলেন তিনিই। বিয়ে করলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ৬২ বছর বয়সে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন সঙ্গী জোডি হেডনকে। (Anthony Albanese Wedding) শনিবার ক্যানবেরায় সরকারি বাসভবনেই বিয়ে সারেন অ্যান্টনি এবং জোডি। প্রধানমন্ত্রী পদে আসীন থাকাকালীন এই প্রথম কেউ বিয়ে সারলেন অস্ট্রেলিয়ায়। তাঁদের পরিবার, আত্মীয় এবং বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বিয়েতে। নিজেই পরে বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অ্যান্টনি। পরে যৌথ বিবৃতিতে বলেন, ‘আনন্দের সঙ্গে…

