বক্সিং ডে টেস্টে রোহিতকে ওপেনিং স্লটেই দেখতে চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা

বক্সিং ডে টেস্টে রোহিতকে ওপেনিং স্লটেই দেখতে চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা

মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চলতি সিরিজে রোহিত শর্মার (Rohit Sharma) অফফর্ম সবচেয়ে বেশি চিন্তার কারণ টিম ম্য়ানেজমেন্টের কাছে। অ্যাডিলেডে ও ব্রিসবেনে ছয় নম্বর স্লটে ব্যাটিং করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। নিজের চেনা স্লট ছেড়ে দিয়েছিলেন কে এল রাহুলকে। কিন্তু ব্যর্থ হতে হয়েছে ভারত অধিনায়ককে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে রোহিত শর্মাকে ওপেনিং স্লটেই দেখতে চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা।

বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ও এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট। সাত টেস্টে রোহিতের সংগ্রহ মাত্র ১৫২ রান। গড় ১১.৬৯। ১৩ ইনিংসে মাত্র অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৫২। চেতন শর্মা বলছেন, ”আমার মনে হয় রোহিত শর্মার ওপেনিংয়ে নামা উচিত মেলবোর্ন টেস্টে। ও দুর্দান্ত ব্যাটার। শুরুতে আক্রমণাত্মক খেলে অজি বোলারদের ওপর চাপ তৈরি করলে মিডল অর্ডারের জন্য সুবিধে হবে। খোলা মনে খেলতে পারবে ভারতের মিডল অর্ডার।”

ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন বর্ডার গাওস্কর ট্রফিতে, এমনটাই মনে করেন বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয় পেসার। চেতন শর্মা বলছেন, ”ভারতীয় বোলাররা দারুণ বোলিং করেছে। কিন্তু আমার মনে হয় বুমরার পাশাপাশি বাকিরাও যদি প্রভাব ফেলতে পারে অজি ব্যাটিং লাইন আপের জন্য কাজ আরও কঠিন হয়ে যাবে। মহম্মদ সিরাজ, আকাশ দীপ, নীতিশ রেড্ডি প্রত্য়েকে দারুণ পারফর্ম করেছে। কিন্তু আমার মনে হয় ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। চলতি সিরিজে ব্যাট হাতে একেবারেই আশাপ্রদ পারফরম্য়ান্স করতে পারেনি আমাদের ব্যাটাররা। কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপের গভীরতা বিশাল।”

রেকর্ডের সামনে দাঁড়িয়ে বুমরা

মেলবোর্ন টেস্টে আর ৯ উইকেট নিলেই চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মোট ৩০ উইকেট ঝুলিতে পুরে নেবেন বুমরা। সেক্ষেত্রে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির গড়বেন এই ভারতীয় পেসার। এছাড়া অবশ্য বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির প্রথম গড়েছিলেন হরভজন সিংহ। ২০০০-২০০১ মরশুমের বর্ডার গাওস্কর ট্রফিতে হরভজন মোট ৩২ উইকেট ঝুলিতে পুরেছিলেন। সেই সিরিজে ইডেন গার্ডেন্সে প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন হরভজন।

(Feed Source: abplive.com)