IND vs AUS: চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে ফের চোট! ইনফর্ম কেএল রাহুলের চিকিৎসার ভিডিও বাড়াল চিন্তা!

IND vs AUS: চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে ফের চোট! ইনফর্ম কেএল রাহুলের চিকিৎসার ভিডিও বাড়াল চিন্তা!

IND vs AUS 4th Test KL Rahul Treatment Video Goes Viral: এবার মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে সেই কেএল রাহুলকেই নিয়েই বাড়ল চিন্তা। কারণ ভারতীয় দলের একটি নেট সেশনের ভিডিও।

মেলবোর্ন: অস্ট্রেলিয়া সফরের আগে টেস্ট দলে কেএল রাহুলের সুযোগ পাওয়া নিয়ে কম প্রশ্ন ওঠেনি। কিন্তু অজিভূমে এসে এখনও পর্যন্ত ভারতীয় দলের সবথেকে সফল ব্যাটার সেই কেএল রাহুলই। চলতি সরফরে ৩ টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ২৩৫ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে দুটি লড়াকু হাফ সেঞ্চুরিও। রাহুলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সকলেই।

এবার মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে সেই কেএল রাহুলকেই নিয়েই বাড়ল চিন্তা। কারণ ভারতীয় দলের একটি নেট সেশনের ভিডিও। যেখানে নেট সেশনে ব্যাটিং করার মাঝে নেট থেকে বেরিয়ে ফিজিওর সঙ্গে কথা বলতে দেখা যায়। ডান হাতের গ্লাভস খুলে ফেলেছেন রাহুল। ফিজিও শুশ্রূষা চালাচ্ছেন। কিছুক্ষণ কবজি ঘুরিয়ে দেখেন সাবলীল হতে পারছেন কিনা।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জোর জল্পনা শুরু হয়ে যায় তাহলে কী চতুর্থ টেস্টের আগে চোট পেলেন রাহুল। এর আগে প্রথম টেস্টের আগে চোট পেয়েছিলেন রাহুল। এমসিজিতে নেট সেশনে পরে আর ব্যাটিং করতে দেখা যায়নি তারকা ব্যাটারকে। যদিও ভারতীয় দলের তরফ থেকে এখনও রাহুলের চোট লেগেছে কিনা তা নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি।

 

প্রসঙ্গত, প্রথম টেস্টের পর ব্যাটে রান নেই বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালদের। শুভমান গিলও ধারাবাহিকভাবে রান পাচ্ছে না। রোহিত শর্মাকে এখনও তাঁর চেনা ফর্মের ধারেকাছে দেখা যায়নি। রান পাচ্ছেন না ঋষভ পন্থও। এই পরিস্থিতিতে রাহুলের এই ভিডিও ভারতীয় ক্রিকেট ফ্যানেদের মনে তৈরি করেছে সংশয় ও আতঙ্ক।