ম্যাচ জিতে ৬ নম্বরে উঠে এল কেকেআর, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?
গুয়াহাটি: গতবারের চ্যাম্পিয়ন। এবারের আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে মুকুট রক্ষার লড়াই। আর সেই লড়াইয়ে প্রথম ম্যাচে কি না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে নিজেদের ঘরের মাঠে হারতে হয়েছিল শাহরুখ খান, জুহি চাওলার দলকে! অবশেষে ঘুরে দাঁড়াল কেকেআর। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে (RR vs KKR) ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে দুরমুশ করলেন অজিঙ্ক রাহানেরা। নাইটদের যে জয়ের প্রধান স্থপতি কুইন্টন ডি’কক। ফিল সল্টকে ছেড়ে যাঁকে দলে নিয়েছে কেকেআর। নিলামের টেবিলের সিদ্ধান্ত যে ভুল ছিল না, দ্বিতীয় ম্যাচেই তা…