টেস্ট ইতিহাসে এই প্রথম, চেন্নাইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য় কীর্তি গিলের, ভাঙলেন কোহলির রেকর্ডও

টেস্ট ইতিহাসে এই প্রথম, চেন্নাইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য় কীর্তি গিলের, ভাঙলেন কোহলির রেকর্ডও

চেন্নাই: দিনকয়েক আগেও ভারতীয় টেস্ট দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শেষ কয়েকটি ইনিংসে একাধিক বড় রান সেইসব প্রশ্নে জল ঢেলে দিয়েছে। চিপকে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 1st Test) এক অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিলেন শুভমন গিল। এই শতরানের সুবাদেই ভেঙে ফেললেন একাধিক রেকর্ড।

চিপকে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন গিল। লেগ সাইডের বলে খোঁচা দিয়ে ফিরেছিলেন সাজঘরে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি হাঁকালেন অপরাজিত সেঞ্চুরি। ১১৯ রান করলেন ভারতীয় ক্রিকেটের ‘যুবরাজ’। বিগত ৫০ বছরে মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবেই প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন গিল। বাকি দুইজন কারা? তাঁরা হলেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। তবে বাংলাদেশের বিরুদ্ধে এর আগে টেস্ট ইতিহাসে আর কেউ কোনদিন প্রথম ইনিংসে শূন্যর পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেননি। গিলই প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়লেন।

A moment to savour for @ShubmanGill as he notches up his 5th Test CENTURY 👏👏

Live – https://t.co/fvVPdgXtmj#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/W4d1GmuukB

— BCCI (@BCCI) September 21, 2024

গিলের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও চারটি ছক্কায়। তিনি কিন্তু এই শতরানের ইনিংসের সুবাদে দুই মহাতারকা ব্যাটারের রেকর্ডেও ভাগ বসালেন। চিপকে এর আগে একমাত্র ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরির করার কৃতিত্ব ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। তবে এবার থেকে গিলের দখলেও সেই কৃতিত্ব থাকবে। চিপকের সেঞ্চুরিই গিলকে ‘কিং কোহলি’কেও পিছনে ফেলতে সাহায্য করল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর মালিক বর্তমানে গিল। এতদিন পর্যন্ত যুগ্মভাবে কোহলি, ময়ঙ্ক আগরওয়ালদের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় ছিলেন তারকা ভারতীয় টপ অর্ডার ব্যাটার। তবে পঞ্চম সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে দিলেন তিনি। একমাত্র নয় সেঞ্চুরি করা রোহিতই গিলের থেকে এই তালিকায় এগিয়ে রয়েছেন। অপরদিকে, এদিন ঋষভ পন্থও এদিন শতরান করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট চারটি সেঞ্চুরি করে কোহলিদের সঙ্গে এখন ভারতীয় হিসাবে এই তালিকায় যুগ্মভাবে তৃতীয়।

(Feed Source: abplive.com)