বিয়ের পাকা কথা ইডেনে! IPL-এ কেকেআর ম্যাচ ‘পয়া’ হয়ে রইল দিলীপ ঘোষ, রিঙ্কুর!
কেকেআর-সানরাইজার্স ম্যাচ তখন চলছিল ইডেনে। জমজমাট আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল দুই দলের। ওদিকে, ইডেনের ১১ নম্বর বক্সে বসে তখন জীবনের ইনিংস সাজাতে ব্যস্ত ছিলেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার। কলকাতা: কেকেআর-সানরাইজার্স ম্যাচ তখন চলছিল ইডেনে। জমজমাট আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল দুই দলের। ওদিকে, ইডেনের ১১ নম্বর বক্সে বসে তখন জীবনের ইনিংস সাজাতে ব্যস্ত ছিলেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার। কেকেআরের সেই ম্যাচ, ইডেনের বক্স তাঁদের জন্য পয়া হয়ে গেল! ওখানেই জীবনের সেরা ইনিংস খেলার প্রস্তুতি সেরে ফেললেন দিলীপ ঘোষ। কিছুটা ঠোঁটকাটা…










