Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সফল সিএবি সভাপতির উদ্যোগ, ইডেন বেল বাজালেন কিংবদন্তি লারা
সফল সিএবি সভাপতির উদ্যোগ, ইডেন বেল বাজালেন কিংবদন্তি লারা

সন্দীপ সরকার, কলকাতা: উদ্যোগী হয়েছিলেন সিএবি সভাপতি। বৃহস্পতিবার রাতেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, হাতের কাছে যখন কিংবদন্তি রয়েছেন, তাঁকে দিয়েই ইডেন বেল (Eden Bell) বাজানো হোক। যে খবর বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল কেকেআর। ইডেন বেল বাজানোর জন্য বেছে নেওয়া হল ব্রায়াল চার্লস লারাকে। শুক্রবার সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে গিয়ে বাজালেন ইডেন বেল। সঙ্গে ছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ…

Read More