
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টাদশ আইপিএলে (IPL 2025) আজ সুপার সানডে; লড়াইয়ে ৪ হেভিওয়েট টিম। বিশাখাপত্তনমে দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের (DC vs SRH)। এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি উড়িয়ে দিল ভয়ংকর কমলা শিবিরকে। আর একজনই লাইমলাইটে, তিনি একমেবাদ্বিতীয়ম মিচেল স্টার্ক (Mitchell Starc), অজি নক্ষত্র ৫ উইকেট নিয়ে ফের বুঝিয়ে দিলেন যে, স্টার্ক একজনই হয়।
২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন স্টার্ক! মরসুমের শুরুতে জ্বলে উঠতে না পারায়, বিশ্ববন্দিত পেসারের বিরাট ‘প্রাইস ট্যাগ’ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল, তবে শেষের দিকে বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেটার আগুনে বোলিং করেছিলেন। কেকেআরকে জিতিয়ে ছিলেন আইপিএলও। সেই স্টার্ককে কেকেআর এবার ছেড়ে দিয়েছিল। নিলামে দিল্লি নেওয়ার লোভ সামলাতে পারেনি। ১১.৭৫ কোটি টাকায় স্টার্কের সার্ভিস নিশ্চিত করে। ট
রবি বিকেলে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতেই হাতে বল তুলে নিয়েছিলেন স্টার্ক। বেধড়ক প্রহারে বোলারদের চোখে সর্ষেফুল দেখাতে হবে। ঠিক এই ব্র্যান্ডের ক্রিকেট খেলাকেই আপন করে নিয়েছে সানরাইজার্স, আর এদিন তাদেরকেই স্টার্ক বুঝিয়ে দিলেন কী জিনিস! ট্রাভিস হেড (২২), ঈশান কিষাণ (২), নীতীশ কুমার রেড্ডি (০), উইয়ান মালডার (৯) ও হর্ষল প্যাটেলকে (৫) স্টার্ক সাজঘরের রাস্তা দেখিয়ে দেন। কমলা শিবির কুড়ি ওভারে মাত্র ১৬৩ রানে ১৯ ওভারের ভিতর গুটিয়ে যায়!
আইপিএল এবং টি-২০ ক্রিকেটে স্টার্ক এই প্রথমবার ফাইফারের স্বাদ পেলেন। দিল্লি ক্যাপিটালসের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ড করলেন। এখানে একটি বিষয় বলার আছে, ২০১৮ সালের ডিসেম্বরে দিল্লি ডেয়ারডেভিলসের নাম বদলে হয় দিল্লি ক্যাপিটালস। কারণ জিএমআর গোষ্ঠী দিল্লি ডেয়ারডেভিলসের ৫০% শেয়ার জেএসডব্লিউ স্পোর্টসকে ৫৫০ কোটি টাকায় বিক্রি করেছিল।
দিল্লি ক্যাপিটালসের ইতিহাস কিন্তু ৭ বছরের। সেই হিসেবে বিগত সাত বছরে স্টার্ক ছাড়া কেউই দিল্লির হয়ে ৫ উইকেট নিতে পারেননি, তবে যদি দিল্লির সামগ্রিক ১৭ বছরের ইতিহাস দেখা যায়, তাহলে প্রথম পাঁচ উইকেটশিকারি হিসেবে এখনও নাম জ্বলজ্বল করছে অমিত মিশ্রার। আইপিএলের প্রথম বছরেই তারকা স্পিনার ডেকান চার্জার্সের (অধুনা বিলুপ্ত) বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৫ উইকেট।
এবার আসা যাক এদিনের খেলার কথায়। হায়দরাবাদের রান তাড়া করতে নেমে ৪ ওভার হাতে রেখে ৭ উইকেটে খেলা বার করে নেয় হেসে খেলে। দিল্লির দুই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্ক (৩২ বলে ৩৮), ফাফ ডু প্লেসিস (২৭ বলে ৫০) জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন এদিন। তিনে নেমে বাংলার ছেলে অভিষেক পোড়েল ১৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। চারে নামা কেএল রাহুল ৫ বলে ১৫ করে ফিরে যান। এরপর অভিষেকের হাত শক্ত করতে এসেছিলেন ট্রিস্টান স্টাবস। তিনি শেষ পর্যন্ত ১৪ বলে ২১ রানে নটআউট থাকেন। অভিষেক-স্টাবস মিলেই খেলা শেষ করে দেন।
(Feed Source: zeenews.com)