তামিমের জন্য প্রার্থনা করুন, সেটাই হবে জন্মদিনে আমার পাওয়া সেরা উপহার, সতীর্থের পাশে শাকিব
ঢাকা: তাঁদের দুজনের খুব সদ্ভাব আছে, এমন দাবি কেউ কোনও দিন করেননি। বরং বাংলাদেশ ক্রিকেটের আনাচ কানাচে ঘোরে দুজনের তিক্ততার একাধিক ঘটনা। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে তামিম ইকবালের (Tamim Iqbal) না খেলার পিছনেও অনেকে শাকিব আল হাসানকেই (Shakib Al Hasan) দায়ী করেন। তবে পুরনো সেই বৈরিতা ভুলে গেলেন শাকিব। প্রার্থনা করতে শুরু করলেন তামিমের জন্য। নিজের জন্মদিনে ভক্তকূলের কাছে শাকিব আবেদন করলেন, তামিমের আরোগ্য কামনায় প্রার্থনা করতে। সেটাই যে হবে জন্মদিনে তাঁর নিজের জন্য সবচেয়ে বড় উপহার! বাংলাদেশ ক্রিকেটের…