‘পরের বিশ্বকাপে আর আমি থাকব না দলের সঙ্গে’, ফাইনালের স্বপ্নভঙ্গ হতেই অবসরের ইঙ্গিত হিলির?
নবি মুম্বই: কেরিয়ারের শেষ ওয়ান ডে বিশ্বকাপ খেলে ফেললেন অ্য়ালিসা হিলি (Alyssa Healy)। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল চলতি বিশ্বকাপে খেলছিল। গোটা টুর্নামেন্টে সব ম্য়াচ জিতেই শেষ চারে পৌঁছেছিল অজি শিবির। কিন্তু ভারতের বিরুদ্ধে শেষ পর্যন্ত হেরে যেতে হয় অস্ট্রেলিয়াকে। ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল অ্য়ালিসা হিলির। আর সেমিতে হারের পরই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ব্য়াটার। ম্য়াচ শেষে হিলি বলছেন, ”আমার মনে হয় গোটা টুর্নামেন্ট ধরে দলের প্রত্যেক প্লেয়ার দারুণ…





