
ঢাকা: তাঁদের দুজনের খুব সদ্ভাব আছে, এমন দাবি কেউ কোনও দিন করেননি। বরং বাংলাদেশ ক্রিকেটের আনাচ কানাচে ঘোরে দুজনের তিক্ততার একাধিক ঘটনা। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে তামিম ইকবালের (Tamim Iqbal) না খেলার পিছনেও অনেকে শাকিব আল হাসানকেই (Shakib Al Hasan) দায়ী করেন।
তবে পুরনো সেই বৈরিতা ভুলে গেলেন শাকিব। প্রার্থনা করতে শুরু করলেন তামিমের জন্য। নিজের জন্মদিনে ভক্তকূলের কাছে শাকিব আবেদন করলেন, তামিমের আরোগ্য কামনায় প্রার্থনা করতে। সেটাই যে হবে জন্মদিনে তাঁর নিজের জন্য সবচেয়ে বড় উপহার!
বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকার বিভেদ ভুলিয়ে দিল তামিমের অসুস্থতা। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তামিম। বয়স মাত্র ৩৬। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তামিমের অ্যাঞ্জিওগ্রাম হয়। তাতে দেখা যায়, ভালরকম ব্লকেজ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে তামিমের হৃদযন্ত্রে। সোমবার রাত পর্যন্ত যা খবর, খুব একটা ভাল নেই তামিম। বাঁহাতি ব্যাটারকে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় তামিমের উদ্দেশে লম্বা চিঠি লিখলেন শাকিব। ঘটনা হচ্ছে, এদিনই আবার শাকিবের জন্মদিনও। সকাল থেকেই তাঁকে ঘিরে শুভেচ্ছাবার্তার ঢল। যদিও মন ভাল নেই শাকিবের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
এরপরই তামিমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’
দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সকল সমর্থকের কাছে শাকিবের আর্জি, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’
তামিমের জন্য প্রার্থনা চলচে গোটা বিশ্বে। তার মাঝেই মন জিতে নিল শাকিবের সোশ্যাল মিডিয়া পোস্ট।
(Feed Source: abplive.com)
