ব্যক্তিগত সম্পর্ক তলানিতে? পাশাপাশি বসে সবটা খোলসা করলেন জিতু-দিতিপ্রিয়া
কলকাতা: গুঞ্জন ছড়িয়েছিল, তাঁদের নাকি ব্যক্তিগত সম্পর্কে ছেদ পড়েছে? ফ্লোরে কাজ করছেন, কিন্তু অভিনয়ের বাইরে নাকি বাক্যালাপ বন্ধ তাঁদের। আগেই সোশ্যাল মিডিয়ায় এসে এই বিষয়ে নিজের অবস্থার খোলসা করেছিলেন জিতু কমল (Jeetu Kamal)। ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক। আর এবার, জি বাংলার পেজ থেকে, পাশাপাশি বসে, ফেসবুক লাইভ করলেন জিতু আর দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সাধারণত এইভাবে কোনও চ্যানেলের পেজ থেকে ফেসবুক লাইভ করেন না অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু যাবতীয় গুঞ্জন শেষ করতেই সম্ভবত এই পদক্ষেপ। নায়ক নায়িকা দুজনেই এদিন…

