‘টিভিতে আবার সেই বিভীষিকাময় মহালয়া..’, ফের বিস্ফোরক ‘সংযুক্তা’ ভক্ত শ্রীলেখা!

‘টিভিতে আবার সেই বিভীষিকাময় মহালয়া..’, ফের বিস্ফোরক ‘সংযুক্তা’ ভক্ত শ্রীলেখা!

রাত পোহালেই মহালয়া। দেবীপক্ষের সূচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বাঙালি। মহালয়ার ভোর মানেই বাঙালির কানে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র। চোখের সামনে ভাসে মহিষাসুরমর্দিনী। মহালয়ার ভোরে টেলিভিশনের পর্দার দূর্গার কথা মনে করলেই অপামর বাঙালির মনে ভেসে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মুখ। ভিএফএক্স সর্বস্ব মহালয়া-র যুগেও বাঙালির অমিলন তিনি। স্পষ্টবাদী শ্রীলেখা মিত্র কোনওদিনই বিতর্ক নিয়ে তোয়াক্কা করেন না। মহালয়ার আগের দিন তাই ফেসবুকে ফের বোমা ফাটালেন শ্রীলেখা।

আসলে ঋতু বদল হয়, বছর বদলয়া কিন্তু ঠোঁটকাটা শ্রীলেখার কোনও বদল নেই। প্রতি বছরই মহালয়া-র টিআরপি নিয়ে বিস্তর লড়াই ২ চ্যানেলের। এবার স্টার জলসায় মহিষাসুরমর্দিনী হিসাবে দেখা যাবে কোয়েল মল্লিককে, অন্যদিকে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিকই এই বছর সেই চ্যানেলের মহালয়ার মুখ। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে নতুন উদ্যমে ভরপর তরুণ অভিনেত্রীর লড়াই। সেই নিয়ে দুই নায়িকার ভক্তদের ঝামেলার শেষ নেই। এর মাঝেই ফেসবুকের দেওয়ালে শ্রীলেখা লিখলেন, ‘কাল আবার সেই টিভিতে বিভীষিকাময় মহালয়া… প্লিজ পার্সোনালি নিও না। আর নিলেও বা কী আর করার আছে আমার’।

শ্রীলেখার এক অনুরাগী লেখেন, ‘শ্রীবীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গলা রেডিওতে শুনতাম, ওটাই চলছে এখনও। আর কিছু শুনতে বা দেখতে ইচ্ছাই হয় না।’ আরও একজন লেখেন, ‘ভাগ্যিস দেখি না আমি’।

গত বছরও মহালয়া-র অনুষ্ঠান দেখার পর ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীলেখা। তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘মা দুর্গা সাজতে গেলে ডিজ়াইনার শাড়ি গয়না লাগে না। স্পেশ্যাল এফেক্টস দিয়ে ‘খামতি’গুলো পূরণ করা যায় না। চ্যানেল এবং বাকিরা বুঝবেন কবে? আমাদের ছোটবেলার মা দুর্গা সেজেছিলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, দূরদর্শনে। তাঁকে মানাত। কারণ তাঁর মুখের শ্রী ছিল মায়ের মতো। আপনাদের সেটা নেই, দোষ আপনাদের নয়, সিস্টেমের… পলিটিক্যাল এবং ক্ষমতার। আবার ভাববেন না প্লিজ়, আমায় কোনওদিন মা দুর্গা হতে দেখেননি বলে আমি হিংসেতে বলছি। আর বললেও কী বা যায় আসে আমার। আপনারা বলুন? সিমপ্লিসিটি সর্বদা রাজ করে। এটা বুঝলে আমার ১৪ পুরুষের ভাগ্য।’

টেলিভিশনে দুর্গার চরিত্রে মানুষ সবার প্রথম যাঁকে দেখে অভ্যস্ত তিনি হলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৪ সালে দেবী দুর্গার বিভিন্ন রূপ নিয়ে টেলিভিশনে প্রথমবার সামনে আসেন তিনি। ২০১৪ সালে শেষ দুর্গা রূপে দেখা গিয়েছে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে। তবে আজও ট্রেন্ডিং সংযুক্তার ‘মহিষাসুরমর্দিনী’৷

(Feed Source: hindustantimes.com)