পেনাল্টি মিস রোনাল্ডোর, ফোন ভাঙল খুদে ভক্তের! কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের
মঙ্গলবার আল তাওউনের বিপক্ষে আল নাসেরের কিংস কাপের ম্যাচে স্টপেজ টাইমে পেনাল্টি মিস করেন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই মিসের কারণে কিংস কাপ থেকে ছিটকে গেল আল নাসের। তারা ০-১ গোলে যখন পিছিয়ে ছিল, সেই সময় ম্যাচের শেষ পর্যায়ে রোনাল্ডোর কাছে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু তিনি সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। আল নাসের ম্যাচটি ০-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ৫ বারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো প্রায় ২ বছর আগে সৌদির এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ…