‘ওরা চায় না আমি গোল করি…’ আল নাসেরকে জেতালেও জোড়া গোল বাতিলে বিরক্ত রোনাল্ডো
সৌদি প্রো লিগের ম্যাচে রোনাল্ডোর দল জিতলেও রেফারিংয়ের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দাবি করলেন, লিগ কর্তৃপক্ষ চায়না তিনি গোল করুন। আগামী মাসের শুরুতেই ৪০এ পা দেবেন পর্তুগিজ স্ট্রাইকার। তাঁর আগেই অবশ্য পাঁচবারের ব্যালন ডি অরজয়ী তারকা দলকে জেতালেন ৩-১ গোলে। আল নাসের জিতল ৩-১ গোলে সৌদির প্রো লিগের ম্যাচে আল নাসের ৩-১ গোলে জিতল আল ফাতেহ দলের বিরুদ্ধে। সেই ম্যাচে একটি গোল করেন সিআর সেভেন। এই জয়ের সুবাদে রোনাল্ডোর দল সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় রইল…