‘পাগল’ রোনাল্ডোর জন্যই সৌদিতে খেলতে এসেছি- নেইমারের মুখে ক্রিশ্চিয়ানোর মন্ত্র জপ

‘পাগল’ রোনাল্ডোর জন্যই সৌদিতে খেলতে এসেছি- নেইমারের মুখে ক্রিশ্চিয়ানোর মন্ত্র জপ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছন পিছন এবার সৌদি প্রো লিগের ক্লাবে যোগ দিয়েছেন নেইমারও। সদ্য রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালে সই করেছেন নেইমার। তার পরেই নেইমারের মুখে শোনা গেল রোনাল্ডোর ভূয়সী প্রশংসা।

ক্লাব ফুটবলে কখনও-ই ক্রিশ্চিয়া রোনাল্ডোকে সতীর্থ হিসেবে পাননি নেইমার। লা লিগায় খেলতেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। নেইমার বার্সেলোনায় এবং রোনাল্ডো রিয়াল মাদ্রিদে। মাঠে তাঁদের দেখা হয়েছে প্রতিপক্ষ হিসেবেই। বরং লিওনেল মেসির সঙ্গেই খেলেছেন নেইমার। মেসির সঙ্গে নেইমারের সম্পর্কও বেশ ভালো। সেটা মাঠের বাইরেও। তবে সৌদি প্রো-লিগে যোগ দিয়েই নেইমারকে কিছুটা ভালোবাসায় মুড়ে বলতে শোনা গেল, ‘পাগল’ রোনাল্ডোর কারণেই সৌদি আরবে গিয়েছেন তিনি।

৩১ বছর বয়সী নেইমার ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটিতে ইতিমধ্যে যোগ দিয়েছেন তিনি। ব্রাজিলের স্যান্তোস, স্পেনের বার্সেলোনা এবং ফ্রান্সের পিএসজি হয়ে এবার আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। আর নতুন ক্লাবে যোগ দিয়ে প্রথম বার সংবাদমাধ্যমে কথা বলতে গিয়েই রোনাল্ডোকে নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, যা হচ্ছে সব ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কারণেই। সবাই তো শুরুতে ওকে পাগল বা এমন আরও অনেক কিছুই বলেছে। এখন দেখুন লিগটা শুধু বড়ই হচ্ছে।’

সত্যি কথা বলতে, রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই সৌদি প্রো লিগ বিশ্বের প্রতিটি সংবাদমাধ্যমের হেডলাইন হয়ে উঠেছে। অথচ ইউরোপ ছেড়ে অখ্যাত সৌদি প্রো লিগে যোগ দেওয়ায় পর্তুগিজ মহাতারকাকে ‘পাগল’ বলতেও ছাড়েনি ফুটবল বিশ্ব। রোনাল্ডোর সেই সিদ্ধান্ত সৌদি আরবের ফুটবলের জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে। রোনাল্ডোর পথ অনুসরণ করে একঝাঁক নামী ফুটবলার সৌদির লিগে নাম লিখিয়েছেন। করিম বেঞ্জেমা, এনগালো কন্তে, সাদিও মানের পর এবার নেইমার।

নেইমার যোগ করেছেন, ‘এই গ্রীষ্মের দল বদলের পর লিগটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। কারা কারা আসছে, সেই নামগুলো দেখলেই, সেটা বোঝা যাবে। আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা অনেক গুরুত্বপূর্ণ। আর এই কারণেই এই লিগে যোগ দিয়েছি। চ্যালেঞ্জ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি এখানে এসেছি লিগটাকে আরও উপরে নিয়ে যেতে।’

সৌদি লিগকে বিশ্ব ফুটবলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে নিজেকে উজাড় করে দেওয়ার কথাও বলেছেন নেইমার। তাঁর দাবি, ‘সবাইকে জানিয়ে দিতে চাই, ফুটবল খেলাটা উপভোগের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব। আমাদের লক্ষ্য সব শিরোপা জয়।’

(Feed Source: hindustantimes.com)