ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হল এয়ার কুলার! দশম শ্রেণীর ছাত্রের কেরামতি
প্রবল গ্রীষ্মে জ্বলছে গোটা দেশ। মে মাস পড়তে না পড়তেই শুরু হয়েছে তীব্র দাবদাহ। পশ্চিমের রাজ্যগুলির অবস্থা শোচনীয়। গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এদিকে গরম থেকে রেহাই পেতে সরকারি স্কুলের এক পড়ুয়া ফেলে দেওয়া নানা জিনিস থেকে তৈরি করে ফেলেছে চমৎকার এক এয়ার কুলার। ওই পড়ুয়ার পরিবার এখন সেই এয়ার কুলার থেকেই শীতল বাতাস উপভোগ করছে। সব থেকে বড় কথা সেই এয়ার কুলারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয় নেই। কারণ এর আধার হিসেবে রয়েছে…