টেবিল ফ্যান হয়ে যাবে এসি! ঝট করে ঠান্ডা হবে ঘর! তুমুল ভাইরাল! এখুনি জানুন

টেবিল ফ্যান হয়ে যাবে এসি! ঝট করে ঠান্ডা হবে ঘর! তুমুল ভাইরাল! এখুনি জানুন

নয়া দিল্লি:  গরমকাল মানেই কষ্টের জীবন। তার ওপরে এ বছর তাপমাত্রা বাড়ছে হুহু করে। মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি মিলছে ঠিকই! কিন্তু বেশিরভাগ সময়েই প্রাণ যায় যায় অবস্থা। এই গরমে সকলেই চান একটু ঠান্ডা হতে। বাড়ি ফিরে এসিটা বা এয়ার কুলারটা চালিয়ে শরীরটাকে একটু ঠান্ডা করতে কে না চায়। তবে সেক্ষেত্রে আবার বিদ্যুতের বিলের কথা মাথায় রেখে এসি চালাতে হয়। তাছাড়া এসি আর কুলারের দামও তো কম নেই। চাইলেই সকলের সাধ্যের মধ্যে থাকে না এই যন্ত্র! কিন্তু মানুষের বুদ্ধি থাকলে উপায় তো হবেই। গরমে ঘরকে ঠান্ডা রাখতে অনেকেই বস্তা ভিজিয়ে জানালার ওপর দিয়ে রাখেন। দরজা জানলা বন্ধ রেখে ঘরে রোদ ঢুকতে দেন না। এতে কিছুটা হলেও স্বস্তি মেলে বইকী! তবে সম্প্রতি এক কাণ্ড ঘটেছে। যা দেখলে আপনি মাথায় হাত দেবেন।

সোশ্যাল মাধ্যমে একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে। তবে শুধু ছবিটি নয়। সেই ছবিতে আসলে যে কৌশল ব্যবহার করা হয়েছে, তা নিয়েই হচ্ছে চর্চা! এক ব্যক্তি অবাক কাণ্ড ঘটিয়েছেন। তিনি টেবিল ফ্যানকে বানিয়ে ফেলেছেন এয়ার কুলার। শুধু তাই নয় তথ্য অনুযায়ী তাঁর ঘর নাকি তুমুল ঠান্ডা হচ্ছে। আর এই নতুন আইডিয়া দেখে অবাক নেটিজেনরা। অনেকেই বলছেন ট্রাই করতে হবে এভাবে। তা কী করেছেন তিনি? জানলে অবাক হবেন!

ভাইরাল হওয়া ছবি ও তথ্যতে দেখা যাচ্ছে অবাক ঘটনা। এক ব্যক্তি গরমের হাত থেকে বাঁচতে ফেলে টেবিল ফ্যানকে কুলার বানালেন। তা কী করলেন তিনি! বাড়িতে একটি ভাঙা প্লাস্টিকের টুল ছিল। সেই টুলের মাঝখানে একটি টেবিল ফ্যান রাখেন। এবং ভেজা চটের বস্তা দিয়ে টুলটিকে ঢেকে দেন! এবার একটি প্লাস্টিকের বোতলে জল রাখেন। এবং পাইপ দিয়ে সেই জল পৌঁছে দেন টেবিল ফ্যানে! স্যালাইন চালানোর পাইপ ব্যবহার করেন। সেখানে তিনি জলের গতি ঠিক করে দেন। এক দু ফোটা করে ঠান্ডা জল ফ্যানের কাছে যাচ্ছে, বাতাসে সেটা ছড়িয়ে যাচ্ছে গোটা ঘরে। ওই ব্যক্তির দাবি দারুণ ঠান্ডা হচ্ছে ঘর।

তা ছবি দেখে তো মনে হচ্ছে তিনি যে ব্যবস্থা করেছেন তাতে ঘর ঠান্ডা হওয়ার কথা। এই ছবি শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ লিখেছেন, তারা এভাবে বাড়িতে চেষ্টা করবেন। কেউ লিখেছেন, ভারতেই এমন ভাবা সম্ভব। তবে বেশিরভাগ মানুষ প্রশংসা করেছেন ব্যক্তির বুদ্ধির! অনেকে আবার বলেছেন, টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখতে। তাতে আরও বেশি ঠান্ডা হবে। তবে ওই ব্যক্তির দাবি, তাঁর এই ফ্যানেই নাকি ঘর ঠান্ডা হচ্ছে এসির মতো! কুলারের থেকেও বেশি ঠান্ডা!  সুপার ভাইরাল এই ফ্যান কুলার বা এসি যাই বলা হোক!

(Feed Source: news18.com)