Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিকল্প চাষ হিসেবে বিঘা বিঘা জুড়ে হচ্ছে আমপাতা চাষ, বছরে লক্ষ লক্ষ টাকা আয়!
বিকল্প চাষ হিসেবে বিঘা বিঘা জুড়ে হচ্ছে আমপাতা চাষ, বছরে লক্ষ লক্ষ টাকা আয়!

উত্তর ২৪ পরগনা:  গ্রীষ্মের ফলের মধ্যে আমের চাহিদা সব থেকে বেশি থাকে। বিভিন্ন প্রজাতির আম মেলে এই সময়ে। গোলাপখাস, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ-সহ আরও নানান প্রজাতির। দামও থাকে বেশ চড়া। ফলে আম চাষ করে অনেকটাই লাভের মুখ দেখেন আম চাষিরা। তবে এবার আম নয়, আমপাতা বিক্রি করেই ঘরে মুনাফা তুলছেন কৃষকরা। পুজো পার্বণে আম পাতার অর্থাৎ আমের পল্লবের চাহিদা বেশ ভালই থাকে। যা বিক্রি করে রীতিমতো লাভবান হচ্ছেন কৃষকরা। চাষি নিজের পরিবারের পাশাপাশি আরও বেশ কিছু পরিবারের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে…

Read More