লাভের আশায় ধানের বদলে বিকল্প চাষে কৃষকরা! কী ফসল ফলাচ্ছেন? জানলে অবাক হবেন
বেলদা: বর্তমান সময়ে ধান চাষ করে মিলছে না লাভ। বাধ্য হয়ে অন্য চাষে ঝুঁকছেন চাষিরা। বড় মরশুমে ধান চাষের পরিবর্তে বাড়তি লাভের আশায় ব্লক কৃষি দফতরের সহায়তায় ধান চাষের জমিতে চিনা বাদাম চাষ করেছেন এক কৃষক। ধান চাষের তুলনায় চিনা বাদাম চাষ করে বাড়তি মুনাফা ও পাচ্ছেন তিনি। নারায়ণগড় ব্লক কৃষি দফতর সহযোগিতায় কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র বা আতমার সহায়তায় ধান চাষের জমিতে চিনাবাদাম চাষ করেছেন। বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের জলহরি শঙ্করকড়া এলাকার চাষি অনিমেষ দাস। বেশ কয়েক ডেসিমেল…