New Pension rule: ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে পেনশনের নিয়ম! বিভিন্ন স্কিমের চার্জে বড় পরিবর্তন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেনশনের নিয়মে বড় পরিবর্তন আনছে পেনশন ফান্ড রেগুলেরি অথরিটি বা PFRDA। ১ অক্টোবর থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম। নতুন নিয়মের আওতায় পড়বেন ন্যাশানাল পেনশন সিস্টেম (NPS), অটল পেনশন যোজনা(APY), ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর গ্রাহকরা। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল, সেন্ট্রাল রেকর্ড কিপিং এডেন্সির মাধ্যমে একটি নতুন ও স্বচ্ছ ফি কাঠামো চালু করা। PFRDA-এর নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন পেনশন স্কিমগুলির পরিষেবা চার্জ সংশোধন করা হচ্ছে। বিভিন্ন পেনশন স্কিমে চার্জের কী পরিবর্তন: NPS ও UPS গ্রাহকদের নতুন…






