Aadhaar authentication: পেনশন সিস্টেমে যুক্ত হচ্ছে আধার কার্ডের সুরক্ষা! এই নিয়ম না মানলে আটকাতে পারে টাকা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ন্যাশানাল পেনশন স্কিম বা NPS-এ এবার আধার লিঙ্ক বাধ্যতামূলক আগেই করা হয়েছিল। এবার থেকে চালু হল বেশ কিছু নতুন নিয়ম। যা চালু হবে ১ এপ্রিল থেকে। ন্যাশনাল পেনশন সিস্টেমের সুরক্ষা আরও মজবুত করতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) –এর পক্ষ থেকে সিআরএ সিস্টেমে লগইন করার ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি সিস্টেমে লগইন করতে ২-ফ্যাক্টর প্রমাণ প্রক্রিয়ার পরে লগইন করা যেতে পারে। ফলে এবার থেকে পেনশনের জন্য সিআরএ…