অবসরের ভাবনা নেই, ফর্ম ছিল না, দলের বোঝা হতে চাইনি, তাই সরে দাঁড়িয়েছি: রোহিত
সিডনি: ২০২২ বিশ্বকাপে পর্তুগালের ম্য়াচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিলেন তৎকালিন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। সেদিন মাঠে না থাকলেও ক্যামেরা বারবার তাক করছিল তাঁকে। সবার নজর ছিল রোনাল্ডোর দিকেই। সেই ম্য়াচের আগে রোনাল্ডোই অধিনায়ক ছিলেন দলের। তাঁকেই বসিয়ে দেওয়া হয়েছিল। কোথাও যেন সিডনি টেস্টে বারবার রোহিত শর্মা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গল্পটা মিলে যাচ্ছে। ভারত অধিনায়ক রোহিত। কিন্তু চূড়ান্ত অফফর্মের জন্য তাঁকেই সিডনি টেস্টে একাদশের বাইরে রাখা হয়েছে। গিল ঢুকেছেন দলে। এই…