ফের হৃতিকের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়ঙ্কা? প্রীতি-র পর ‘ক্রিশ ৪’-এ নতুন চমক
কলকাতা: প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিতে দেখা যাবে প্রীতি জিন্টা (Preeti Zinta) কে। আর এবার, ‘ক্রিশ ৪’ (Krrish 4)-এ নতুন অভিনেত্রী যোগ! শোনা যাচ্ছে, হৃত্বিক রোশনের (Hrithik Roshan) নতুন ছবিতে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) -কেও। প্রিয়া-র ভূমিকায় অভিনয় করতেই দেখা যাবে তাঁকে। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন হৃতিক। শোনা যাচ্ছে, ছবিতে মোট ৩টি চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনয়ের সঙ্গে সঙ্গে পরিচালনা করা যথেষ্ট কঠিন বিষয়। তার ওপর ৩টি চরিত্রে দেখা যাবে তাঁকে। আর এই ছবিতে…


