ফের হৃতিকের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়ঙ্কা? প্রীতি-র পর ‘ক্রিশ ৪’-এ নতুন চমক

ফের হৃতিকের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়ঙ্কা? প্রীতি-র পর ‘ক্রিশ ৪’-এ নতুন চমক

কলকাতা: প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিতে দেখা যাবে প্রীতি জিন্টা (Preeti Zinta) কে। আর এবার, ‘ক্রিশ ৪’ (Krrish 4)-এ নতুন অভিনেত্রী যোগ! শোনা যাচ্ছে, হৃত্বিক রোশনের (Hrithik Roshan) নতুন ছবিতে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) -কেও। প্রিয়া-র ভূমিকায় অভিনয় করতেই দেখা যাবে তাঁকে। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন হৃতিক। শোনা যাচ্ছে, ছবিতে মোট ৩টি চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনয়ের সঙ্গে সঙ্গে পরিচালনা করা যথেষ্ট কঠিন বিষয়। তার ওপর ৩টি চরিত্রে দেখা যাবে তাঁকে। আর এই ছবিতে দুই নায়িকার সঙ্গেই জুটি বাঁধতে দেখা যাবে হৃত্বিককে। আরও শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুর দিক থেকেই শুরু হবে সিনেমার শ্যুটিং।

এই সমস্ত চমকেই ‘কৃশ ৪’ আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হতে পারে বলে মনে করছেন দর্শকেরা। কৃশ-এর ফ্রাঞ্চাইজির এমনিই একটা ফ্যানবেস রয়েছে। আর এবার মনে করা হচ্ছে, পরিচালকের আসনে বসে ঋত্বিক চমক দিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এই খবরে সিলমোহর দিয়ে রাকেশ রোশন লিখেছিলেন,  ‘ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এই বার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি’।

আপাতত ‘ওয়ার ২’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হৃত্বিক। এই ছবির চমক দুই হেভিওয়েট তারকা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অ্যাকশন প্যাকড এই ছবিতে থাকছে নাচ গানের মতো বিনোদনও। শোনা যাচ্ছে, এই ছবির একটি গানের জন্য নাচের অভ্যাস করছিলেন হৃতিক ও জুনিয়র এনটিআর। দুই তারকাকে এক ছবিতে, এর গানে নাচের তালে পা মেলাতে দেখা যাবে,  এটাই  তো যথেষ্ট উত্তেজনার খবর অনুরাগীদের কাছে। তবে এই গানের নৃত্য অভ্যাস করতে গিয়েই হল কাল। এই গানের নাচ অভ্যাস করার সময় হৃতিকের পায়ে একটি চোট লাগে। সঙ্গে সঙ্গে সেটে ডেকে পাঠানো হয় চিকিৎসকদের। চিকিৎসকেরা পরীক্ষা করে বলেন, হৃতিকের পায়ের চোট তেমন গুরুতর নয়। তবে চিকিৎসক নিদান দেন, কোনও রকম ঝুঁকি না নিয়ে হৃতিকের বিশ্রাম নেওয়াই শ্রেয়। চিকিৎসকের কথা মতো, চার সপ্তাহ বিশ্রাম নিতে হয়েছে হৃতিককে। এর ফলে কিছুদিন থমকে ছিল ‘ওয়ার ২’-এর শ্যুটিং।

এরপরে হৃত্বিকের পরিচালনা কেমন হবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

(Feed Source: abplive.com)