ডেলিভারি বয় ছাড়াও অস্থায়ী কর্মীদের জন্য দারুণ খবর, ভারত সরকারের নতুন উদ্যোগ
Online Delivery Boy : মধ্যবিত্তকে ১২ লাখের আয়কর ছাড়ের সুবিধা দেওয়ার পরই এবার অস্থায়ী কর্মীদের (GIG Workers) জন্য সুখবর দিতে পারে সরকার। ডেলিভারি (Delivery Boy) বা কুরিয়ার বয়দের জন্য এবার বড় উদ্যোগ নিতে চলেছে দিল্লি। সেই ক্ষেত্রে এই ধরনের কর্মীরা কী সুবিধা পাবেন জানেন ? কী সুবিধা দেবে সরকারশীঘ্রই ডেলিভারি বয়দের জন্য ভাল খবর দিতে চলেছে নয়াদিল্লি। যে ডেলিভারি বয় আপনার অনলাইন অর্ডারের কয়েক মিনিটের মধ্যে আপনার দোরগোড়ায় সুস্বাদু খাবার পৌঁছে দেয়, সেও এখন পেনশন পাওয়ার অধিকারী হবে…