ঘোলাটে চোখ, কাঁপা কাঁপা হাত! বয়সের ভারে ক্লান্ত মেলেনা ভাতা, সমস্যায় বয়স্করা

ঘোলাটে চোখ, কাঁপা কাঁপা হাত! বয়সের ভারে ক্লান্ত মেলেনা ভাতা, সমস্যায় বয়স্করা

ডায়মন্ডহারবার: বয়সের ভারে ক্লান্ত তবুও মেলেনা বার্ধক্যভাতা। এরফলে সমস্যায় পড়েছেন বয়স্করা। সমস্যাটা ঠিক একটি জায়গায় সীমাবদ্ধ নয়, এই সমস্যা ছড়িয়ে রয়েছে ব্লক থেকে জেলা সর্বত্রই। বারবার আবেদন করে কাজ হচ্ছেনা বলে দাবি আবেদনকারীদের‌।

ষাটোর্ধ্ব ব্যক্তিরা কাগজ হাতে দৌড়ে বেড়াচ্ছেন বিডিও অফিস থেকে স্থানীয় পঞ্চায়েত অফিসে। লাইন দিচ্ছেন দুয়ারে সরকারেও। একাধিকবার আবেদনপত্র জমা দিচ্ছেন। তবুও কাজ হচ্ছেনা কোনোভাবেই।অথচ দুয়ারে সরকারে বাকি সব সমস্যার সমাধান হচ্ছে। তাহলে কেনো বঞ্চিত বয়স্করা। উত্তরটা সম্ভবত জানা নেই তাদেরও। আসলে দুয়ারে সরকারে বার্ধক্যভাতার কোটার লিমিটেশান রয়েছে।

এ নিয়ে এক ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যেখানে বিধবাভাতা সহ অন্যান্য ভাতার ক্ষেত্রে কোনোও লিমিটেশান নেই, সেখানে এই বার্ধক্যভাতার ক্ষেত্রে বেশ কিছু লিমিটেশান রয়েছে।

সেজন্য অনেকেই হয়ত বারবার কাগজপত্র জমা দিয়েও এই ভাতা পাচ্ছেনা। তবে একেবারেই যে এই ভাতা কেউ পাচ্ছেন না তা নয়, তবে ঢালাওভাবে পাওয়া যাচ্ছেনা। একথা জানেন না সন্ন্যাসী হালদার, চম্পা পুরকাইত, নারায়ণ সরকার, শেফালী মন্ডলের মত ষাট পেরোনো অনেক ব্যক্তিরা। সেজন্যই হয়ত বাড়ছে এই ভাতার পাওয়ার জন্য আবেদনের সংখ্যা। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

(Feed Source: news18.com)